নিজস্ব সংবাদদাতাঃ সোমবার মুক্তি পেয়েছে গায়ক জুবিন নাতালিয়ার নতুন অ্যালবাম ভিডিও। গানের নাম ‘খুশি জব ভি তেরি’। এই অ্যালবামে জুবিনের সঙ্গে ডুয়েট করেছেন গায়িকা খুশালি কুমার।
সোমবার দুই জনকেই দেখা গেল উৎফুল্ল মেজাজে। ২ জনেই জানিয়েছেন নতুন গানের বিষয়ে তারা খুবই এক্সাইটেড।