কাজে দেরি করে আসায় ব্যক্তিকে খুন, তদন্তে পুলিশ

author-image
Harmeet
New Update
কাজে দেরি করে আসায় ব্যক্তিকে খুন, তদন্তে পুলিশ

হরি ঘোষ, দুর্গাপুর : চাঞ্চল্যকর ঘটনা ঘটল দুর্গাপুরে। কাজে দেরিতে আসার প্রতিবাদ করাতে দুই মুটিয়ার বচসা শুরু হয়। আর এই বচসার জেরে মৃত্যু হল একজনের। বিহারের বকতিয়ারপুরের বাসিন্দা ঐ মুটিয়ার নাম যোগেন্দর রাম বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্ত কাজু রাম পলাতক। দুর্গাপুরের সেন মার্কেট বাজারের এই ঘটনায় এখন পুলিশ অভিযুক্ত কাজু রামকে খুঁজছে। জানা গিয়েছে, প্রায়শই মদ খেয়ে কাজে দেরিতে আসতো কাজু রাম,আর এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বছর পঁয়ত্রিশের যোগেন্দর রাম,দু চার কথা হতে হতে যোগেন্দরের সাথে হাতাহাতি শুরু হয়ে যায় কাজু রামের,সেন মার্কেটের পাইকারি বাজারের সবজির আড়তদার সাগর সাহার দোকানের সামনেই দুই জনের হাতাহাতি হতে হতে বস্তা কাটার ধারালো ছুরি চালিয়ে দেয় কাজু। আর সেই ছুরির আঘাতে যোগেন্দর গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় যোগেন্দরকে,অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তাকে বিধাননগরে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় যোগেন্দরের।খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ,ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি পূর্ব ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।