​নিজস্ব সংবাদদাতাঃ সমুদ্রের জীবন কিন্তু বরাবরই বেশ রঙিন। স্থলভাগের তুলনায় জলভাগের পরিবেশ একেবারেই আলাদা। জলের তাপমাত্রা থেকে শুরু করে সামুদ্রিক জীবনের অন্যান্য দিক, অর্থাৎ সমুদ্রের তলায় থাকা প্রাণী জগৎ, সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নাম না জানা কত ধরনের প্রাণী এবং উদ্ভিদের বসবাস রয়েছে সমুদ্রের তলায়। সেই সঙ্গে আবার চেনা প্রাণীরাও মাঝে মাঝে দেখা দেয় একদম অন্যরূপে। ঠিক যেমন সম্প্রতি হয়েছে। দেখা গিয়েছে গোলাপি ডলফিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গোলাপি ডলফিনদের জলকেলির ভিডিয়ো। ওই ভিডিয়োতে একটি নয়, একসঙ্গে দু’টি গোলাপি ডলফিন দেখা গিয়েছে। ঠিক বাচ্চারা যেভাবে জল দেখলে আনন্দ পায়। জল নিয়ে খেলা শুরু করে। এই দুই গোলাপি ডলফিনও ঠিক তেমনটাই করেছে। বারবার জলের মধ্যে ডাইভ দিতে দেখা গিয়েছে তাদের। সচরাচর এই গোলাপি ডলফিন দেখা যায় না। তাই হঠাৎ করেই এই ভিডিয়ো প্রকাশ্যে আসায় তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। গোলাপি ডলফিনদের সঙ্গে জলকেলিতে মেতেছে একটি কালো রঙে ডলফিনও। মাঝ সমুদ্রে এই ডলফিনদের জলকেলি দেখে মুগ্ধ হয়েছে নেটিজ়েনরা।