​নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২ ঘন্টায় দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি তীব্রতার সঙ্গে বজ্রপাতের ইঙ্গিত দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশের বারাউত, দৌরালা, চাপ্রাউলা, বাগপত, খেকরা, অনুপশহর, শিকারপুর, পাহাসু, দেবাই, নারোরা এই সকল জায়গা গুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।