শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ডিওয়াইএফআই-র

author-image
New Update
শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ডিওয়াইএফআই-র

সুদীপ ব্যানার্জী,  শিলিগুড়ি: পাঁচ দফা দাবি নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে ডিওয়াইএফআইসূত্রের পাওয়া খবর অনুযায়ী, ডিওয়াইএফআই শিলিগুড়ির ফুলেশ্বরী  ২৪ নং ওয়ার্ডের আণ্ডারপাসের ম্যানহোলের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। এই বিষয়ে শিলিগুড়ির ২৪ নং ওয়ার্ডের সি.পি.আই.এমের সম্পাদক ইন্দ্রজিৎ চন্দ বলেন, "দীর্ঘদিন থেকেই ফুলেশ্বরীর এই আন্ডার পাসের ম্যানহোলটি খোলা রয়েছে। সংস্কার করা হচ্ছে না ম্যানহোলটি। যেকোনো সময় ঘটতে পারে কোনো বড়ো দুর্ঘটনা। এই দাবি না-মানা হলে  আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে।