নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও রোদের লুকোচুরি খেলা দেখা যেতে পারে। সকালে বা বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি না হলেও, আজ জোরে হাওয়া বইতে পারে জেলার একাধিক জায়গায়, ঘণ্টায় প্রায়১ ০ থেকে ১৫ কিলোমিটার বেগে। গত কয়েক দিনের তুলনায় বাড়বে তাপমাত্রাও।