নিজস্ব সংবাদদাতাঃ ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। করুণাময়ী রানি রাসমনি সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। এবার মুম্বই পাড়ি দিচ্ছেন জগদম্বা। জানা যাচ্ছে, ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখেই রাধিকা আপ্তের মতো বলিউডের ফেমাস স্টারের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন রোশনি। সূত্রের খবর, জি ফাইভ অরিজিনালসের নতুন ওয়েব সিরিজ মিসেস আন্ডারকভারে রাধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রোশনি।