IMD: ধেয়ে আসছে ভারী বৃষ্টি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

author-image
Harmeet
New Update
IMD:  ধেয়ে আসছে ভারী বৃষ্টি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া নিয়ে বড়সড় তথ্য দিল আইএমডি। ভারতে গত তিন দিন ধরে রাজধানীসহ উত্তর ভারতের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে, যার কারণে মার্চ মাস থেকেই শুরু হওয়া গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন মানুষ। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ থেকে ২৫ মার্চের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে এবং ২৪ থেকে ২৫ মার্চ মধ্য ও সংলগ্ন পূর্ব ভারতে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এই অকাল বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন কৃষকরা। আইএমডি জানিয়েছে যে উত্তর-পশ্চিম, মধ্যপ্রদেশ, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অংশে বৃষ্টি দেখা গেছে। একই সঙ্গে হিমাচল প্রদেশ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।