নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ার ওপর পরমাণু হামলার তিন দিন পর ফের বুধবার উত্তর কোরিয়া সমুদ্রের দিকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া শুরু হওয়ার পর এই নিয়ে চতুর্থবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো উত্তর কোরিয়া। এই হামলার জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।