পঞ্চায়েত ভোটের আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল বিধায়কের

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত ভোটের আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল বিধায়কের



নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এদিকে তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। এক ফেসবুক পোস্টে তৃণমূল বিধায়ক লেখেন, 'একদল লোকের পাতে পোলাও মাংস আছে। তারা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘী কম আছে। আরো ঘী ঢালতে হবে। আর একদল যারা খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমাতে যায়। আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন্য লড়েছি আর লড়বো। ঘীবাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না।'