New Update
/anm-bengali/media/post_banners/dUhQM3xzYGiKMEtftfgk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল এসটিএফ। জানা গিয়েছে, এসটিএফ, কলকাতা পুলিশ এবং এসটিএফ বিহার যৌথ অভিযান চালিয়ে বিহারের পূর্ণিয়ার ধামদহ থানার অন্তর্গত কুকরান গ্রামে সৌরভ চৌধুরী এবং সানি চৌধুরী নামে দুজনের বাড়ি থেকে ব্যাপক পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এসটিএফ জানিয়েছে, 'গোপন সূত্র মারফত আমরা জানতে পারি অভিযুক্ত দুই ভাইয়ের বাড়িতে একটি অবৈধ সক্রিয় আগ্নেয়াস্ত্র তৈরির ইউনিট রমরমিয়ে চলছিল। এরপর অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করলাম আমরা।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us