১৪ই মে অনুষ্ঠিত হতে চলেছে থাইল্যান্ডের নির্বাচন

author-image
Harmeet
New Update
১৪ই মে অনুষ্ঠিত হতে চলেছে থাইল্যান্ডের নির্বাচন

নিজস্ব সংবাদদাতাঃ থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দেওয়ার একদিন পর নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইত্তিপর্ন বুনপ্রাকং মঙ্গলবার বলেন, আগামী ১৪ই মে থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচার নেতৃত্বাধীন সামরিক পন্থী রক্ষণশীল গোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য এই নির্বাচন আরও এগিয়ে আনা হয়েছে।