চিন্তায় বাংলা ! বন্ধ মিড-ডে মিল

author-image
Harmeet
New Update
চিন্তায় বাংলা ! বন্ধ মিড-ডে মিল

নিজস্ব সংবাদদাতা: পড়ুয়ার সংখ্য়া কমেছে আর তাল মিলিয়ে কমেছে সঙ্গে রাঁধুনিদের বেতন। বাঁকুড়া শহরের ২ স্কুলের একমাস ধরে মিড-ডে মিল দেওয়া হচ্ছে না। স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। নিয়োগ দুর্নীতির অভিযোগে শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রয়েছেন এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। বাঁকুড়াতেই এমন প্রায় আটশোটি সরকারি প্রাথমিক স্কুল রয়েছে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ৩০-র নীচে। তার প্রভাব মিড-ডে মিলে। বাগদীপাড়া ইন্দ্রা প্রাথমিক বিদ্যালয় ও ও লালবাজার প্রাথমিক বিদ্যালয়ে ছিল ৬০-র বেশি পড়ুয়া। মিড-ডে মিল রান্নার দায়িত্বে ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর দুই সদস্য যাঁরা মাসে দেড় হাজার করে বেতন পেতেন। দুটি স্কুলেই পড়ুয়াদের সংখ্যা কমায় রাঁধুনির সংখ্যাও এক করে দেওয়ায় বিপত্তি।