নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ইউক্রেনে প্রয়োজনীয় আর্টিলারি শেল ক্রয়ের জন্য দুই বিলিয়ন ইউরো দেওয়ার পরিকল্পনায় সম্মত হয়েছেন বলে কূটনীতিকরা জানিয়েছেন। কূটনীতিকরা জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় কিয়েভ আরও বেশি অস্ত্র সরবরাহের জন্য আবেদন করায় ২৭ টি দেশের জোট আগামী ১২ মাসের মধ্যে ইউক্রেনকে ১০ লাখ রাউন্ড গোলাবারুদ সরবরাহের লক্ষ্য নিয়েছে।