বুনো হাতির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

author-image
New Update
বুনো হাতির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: বুনো হাতির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো  জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির তুড়িবাড়ি লাগোয়া লিম্বুদারা এলাকা।   শনিবার সকালে ১০-১২ বছর বয়সি হাতিটির দেহ লেইতি নদীর চরে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বৈকুন্ঠপুরের এডিএফও মঞ্জুলা তিরকি, তারঘেরার রেঞ্জ অফিসার শুভজিৎ মৈত্র ও মাল বন্যপ্রাণ শাখার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মৃত বুনো হাতিটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তারঘেরার জঙ্গলে। ময়নাতদন্তের পর হাতিটির শেষকৃত্য সম্পন্ন করা হয়।  বনদপ্তর থেকে বুনো হাতিটির মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবেশপ্রেমী সংগঠন ন্যাস-এর সম্পাদক নফসর আলি জানান, শুঁড়ে ক্ষতচিহ্ন রয়েছে। তা দেখে মনে হচ্ছে, বিদ্যুতবাহী তারের সংস্পর্শে এসেই পুরুষ হাতিটির মৃত্যু হতে পারে। তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এডিএফও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।