বিরাট খবর! সুইসাইড নোটে পাওয়া গেল শান্তনু ঘনিষ্ঠের নাম

author-image
Harmeet
New Update
বিরাট  খবর! সুইসাইড নোটে পাওয়া গেল শান্তনু  ঘনিষ্ঠের নাম

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতিতে প্রমটার অয়ন শীলের বিরুদ্ধে উঠছে বিস্ফোরক অভিযোগ। দাবি, চাকরি দেওয়ার নামে টাকা তুলতে এলাকায় দালাল নিয়োগ করেছিলেন অয়ন। টাকা নিয়েও চাকরি দিতে না পারায় শেষে আত্মঘাতী সেই দালাল ও তাঁর ছেলে। এমনকী সুইসাইড নোটে ছিল অয়ন শীলের নাম। তার ভিত্তিতে ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও দায়ের হয়েছিল।