ফের বিপাকে মণীশ সিসোদিয়া, বাড়ল হেফাজতের মেয়াদ

author-image
Harmeet
New Update
ফের বিপাকে মণীশ সিসোদিয়া, বাড়ল হেফাজতের মেয়াদ


নিজস্ব সংবাদদাতা: দিল্লি আবগারি নীতি মামলায় ফের বিপাকে মণীশ সিসোদিয়া। বাড়ল মণীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ। 

Please focus on your studies': Sisodia's 'message' for students, via  Kejriwal | Latest News Delhi - Hindustan Times

সিবিআই মামলায় আপ নেতা এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত ১৪ দিন বাড়ানো হয়েছে। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এই রায় দিয়েছে। তিনি বর্তমানে ২২ মার্চ পর্যন্ত ইডি রিমান্ডে রয়েছেন।