বায়ুসেনার পোশাকে নতুন উড়ান কঙ্গনার

author-image
Harmeet
New Update
বায়ুসেনার পোশাকে নতুন উড়ান কঙ্গনার

নিজস্ব সংবাদদাতাঃ নতুন উড়ান বলিউডের 'লক্ষীবাঈ'-এর। নতুন ছবি 'তেজস'-এর শ্যুটিং শুরু করলেন কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভারতীয় বায়ুসেনার পোশাকে তাঁর ছবি। বলিউডের এই অভিনেত্রী সবসময়ই পর্দায় নতুন চরিত্র উপহার দিয়ে এসেছেন দর্শকদের। নতুন ছবি 'তেজস'-এও তাঁর চরিত্র একেবারে অন্যরকম।




২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় প্রথমবার গুরুত্বপূর্ণ পদ পান মহিলারা। সেই ঘটনাকেই রুপোলি পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক সর্বেশ মেওয়ারা। বায়ুসেনার পোশাকে নিজের ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'আমার আগামী প্রোজেক্ট 'তেজস'-এর শ্যুটিং শুরু হল আজ থেকে। অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করছি। এত ভালো একটা টিমকে ধন্যবাদ।' প্রযোজনা সংস্থার তরফ থেকেও কঙ্গনার ছবিটি ট্যুইট করে লেখা হয়েছে, 'আমরা আবার টেক অফ করতে তৈরি। তেজস-এর সেটে শ্যুটিং শুরু হল।'