দিন না রাত? মিলনের আদর্শ সময় কখন?

author-image
Harmeet
New Update
দিন না রাত? মিলনের আদর্শ সময় কখন?

নিজস্ব সংবাদদাতা : দুটো মানুষ কাছাকাছি এলেই যে মিলনের ইচ্ছা জাগবে এমনটা হয়। হতে পারে, আপনি কিংবা আপনার সঙ্গী ক্লান্ত। তবে, যখন দুজনেরই মন-মেজাজ ফুরফুরে থাকবে, কাজের চাপও অনেকটা কম থাকবে, একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করলেই তা মিলনের সময়। অবাক হচ্ছেন? মিলনের নির্দিষ্ট কোনো সময় নেই। যখন আপনি কিংবা আপনার সঙ্গী মন থেকে চাইবেন সেটাই মিলনের জন্য আদর্শ সময়। তবে, বিশেষজ্ঞরা বলছেন, মহিলাদের জন্য বিকেল ৩ টের পর ও পুরুষদের জন্য ভোর বেলা থেকে সকাল পর্যন্ত মিলনের সেরা সময়। বিকেলের পর মহিলাদের শরীরে ইস্ট্রোজেন-লেভেল যথাযথ থাকে। সকালে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন-লেভেল বেশ ভাল থাকে।