New Update
/anm-bengali/media/post_banners/Lu3AYpQKkrGoaFI80y3U.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'পাঞ্জাব ওয়ারিস দে' সংগঠনের অমৃতপাল সিং-এর সমর্থকদের ধরপাকড় শুরু করেছে পাঞ্জাব পুলিশ। ইতিমধ্যে বহু সমর্থককে আটক করেছে পাঞ্জাব পুলিশকে বলে খবর। এরই মাঝে পাঞ্জাব সরকারকে নিশানা করল বিজেপি। আজ রবিবার পাঞ্চকুলায় বিজেপি নেতা সুনীল জাখর বলেন, 'পাঞ্জাবে আজ যা ঘটছে তা মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং আম আদমি পার্টির কারণে। অমৃতপাল সিং স্থানীয় পর্যায়ের এক গ্যাংস্টার, যে পাঞ্জাবের যুবকদের উগ্রবাদী করে তুলছেন, সে কিনা আখন জাতীয় মনোযোগ আকর্ষণ করছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us