বিচার বিভাগকে হুমকি দেওয়া হচ্ছে: আইনমন্ত্রীকে নিশানা সঞ্জয় রাউতের

author-image
Harmeet
New Update
বিচার বিভাগকে হুমকি দেওয়া হচ্ছে: আইনমন্ত্রীকে নিশানা সঞ্জয় রাউতের


নিজস্ব সংবাদদাতা: এবার আইনমন্ত্রী কিরেন রিজিজুকে নিশানা করলেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। 

Why Sanjay Raut finds himself in fresh trouble - India Today

তিনি বলেন, "আমাদের বিচার বিভাগকে হুমকি দেওয়া হচ্ছে। যদি দেশের আইনমন্ত্রী বলেন আমরা যা বলি তা না করলে সেটা আমরা দেখব এর মানে কী? বিচারপতি চন্দ্রচূড় বলেছেন যে বিচার বিভাগের উপর কোনও চাপ নেই, তবে চাপ রয়েছে"।