New Update
/anm-bengali/media/post_banners/tbMSzQ8mKg3mk9bF85Ht.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ নাটকের যবনিকা পতন, অবশেষে শনিবার পুলিশের হাতে গ্রেফতার হল খালিস্তান সমর্থক অমৃতপাল সিং। জলন্ধরের শাহকোট তহসিলে যাওয়ার পথে সাতটি জেলার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত রাজ্য পুলিশের একটি বিশেষ দল বিচ্ছিন্নতাবাদী নেতার কনভয়কে এদিন অনুসরণ করে। বেশি দূর এগোতে পারে না অমৃতপাল সিং, জলন্ধরের কাছেই তাঁকে গ্রেফতার করে পুলিশ বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us