নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের তরফে জানানো হয়েছে, কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক লিখেছেন, 'আমরা আমাদের দেশকে বিশেষ করে যানবাহন, অস্ত্র ও গোলাবারুদের জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয় নিয়ে যুক্তরাস্ট্রের সঙ্গে আলোচনা করেছি।'