New Update
/anm-bengali/media/post_banners/NMy3QN82pLuz80a5wSqU.jpg)
নিজস্ব প্রতিনিধি:২০১৩ থেকে ২০১৮র মধ্যে কলকাতায় ভেঙে পড়ে ৩টি সেতু। তারপরই এই ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে কলকাতার বিভিন্ন সেতুর স্বাস্থ্যপরীক্ষায় নজর দেয় কেএমডিএ। পুরোটা ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হচ্ছে টালা সেতু। এবার দক্ষিণ কলকাতার ৩টি সেতু - আলিপুরের ধনধান্য সেতু, খিদিরপুরের স্টিল ব্রিজ ও গার্ডেনরিচের দইঘাট সেতুকে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যপরীক্ষার জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us