আফগানিস্তানে ফিরতে চান না প্রবাসী আফগান পরিবার

author-image
Harmeet
New Update
আফগানিস্তানে ফিরতে চান না প্রবাসী আফগান পরিবার

হরি ঘোষ, দুর্গাপুরঃ আর দেশে ফিরতে চান না কাঁকসা ব্লকের পাঠান পাড়ার আফগান পরিবার। পরিবারের বাকি সদস্যদের কোন খোঁজ খবর না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে আফগানিস্তান থেকে আসা এই পরিবারের।
 দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসায়ী সূত্রে এই দেশে আছেন আর পাঁচ বছর ধরে পানাগড়ের পাঠানপাড়াতে পরিবার নিয়ে বসবাস করছেন। তৃতীয় শ্রেণীতে পড়ে মেয়ে আর চতুর্থ শ্রেণীতে পড়ে  ছেলে । দুজনেই বিরুডীয়া লালবাবা আশ্রমে পড়াশুনা করে ।‌ হাকিম খান দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় থাকার কারণে তিনি ও তার পরিবার সুন্দর ভাবে বাংলা ভাষা শিখে ফেলেছে । শুধু বাংলা ভাষা নয় বাংলার মানুষদেরও কাছের হয়ে গেছে। সেই কারণেই হাকিম খান ও তার পরিবার এই দেশ ছেড়ে আফগানিস্তান আর যেতে চায় না। আফগানিস্তান দেশের হাকিম খান এর মা বাবা ও অন্যান্য পরিবারের সদস্যদের জন্য চিন্তাতে আছেন এই কঠিন সময়ে। তিনি ও চাইছেন হিন্দুস্থানের মত তাদের দেশেও যেন শান্তি ফিরে আসে ।‌