/anm-bengali/media/post_banners/G1QpBpC7EzNoKVwa9Uz0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার নারী শক্তির জয় হয়েছে ভারতীয় রেলে । বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট হয়েছেন শ্রীমতী সুরেখা যাদব। তাঁর হাতে চলতে শুরু করেছে এই এক্সপ্রেস ট্রেন। তিনি মুম্বই-সোলাপুর রুটের বন্দে ভারত এক্সপ্রেসের লোকো পাইলট। তিনি জানান, 'আমার প্রথম নিয়োগ হয়েছিল ১৯৮৯ সালে। সেখান থেকে আমি এখন বন্দে ভারত এক্সপ্রেসে এসেছি। আমি সবার কাছ থেকে সমর্থন পেয়েছি। মুম্বইয়ে বন্দে ভারত এক্সপ্রেস আনার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই।' ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ভিডিও...
Mumbai | My first appointment happened in 1989. From there I am here now in Vande Bharat Express. I got support from everyone. I thank PM Modi for bringing Vande Bharat Express to Mumbai: Surekha Yadav, First Woman to pilot the Vande Bharat train pic.twitter.com/EXAcTSxX8D
— ANI (@ANI) March 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us