হয়নি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ , পেয়ে গেলেন দ্বিতীয় ডোজের সার্টিফিকেট

author-image
Harmeet
New Update
হয়নি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ , পেয়ে গেলেন দ্বিতীয় ডোজের সার্টিফিকেট

হরি ঘোষ, অন্ডাল :- ভ্যাকসিন পাওয়া যাবে কী যাবে না, তা নিয়ে মাঝে মধ্যেই অনিশ্চয়তা দেখা দেয়। আর ভ্যাকসিন পেয়ে যাওয়ার পর তার সার্টিফিকেট পাওয়া কিছু কম সমস্যার নয়। কিন্তু সেই সার্টিফিকেটেও যদি গাফিলতি ধরা পড়ে ? এমনই ভৌতিক কান্ড ঘটল অন্ডালের কাজোড়া বাজারের বাসিন্দা অনির্বাণ দে’র সঙ্গে। ভ্যাকসিন না নিয়েও তাঁর কাছে চলে এল ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সার্টিফিকেট।​অনির্বাণ দে জানান, অনলাইনে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য বুকিং করেছিলেন । এরপর বৃহস্পতিবার দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকায় পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে যান অনির্বাণ। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও তাঁর ভ্যাকসিন হয়নি বলে জানান তিনি । তাঁকে পরে আবার আসতে বলা হয় এবং তাঁর সঙ্গে স্বাস্থ্যকর্মীরা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। কিন্তু আশ্চর্যজনকভাবে ভ্যাকসিন না নিয়েও শুক্রবার সকালে তাঁর মোবাইলে এসএমএস-এ ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট চলে আসে। এই ঘটনায় বিচলিত হয়ে পড়েন অনির্বাণ বাবু। ঘটনাটি তিনি রাজ্য সরকারের পরিবার কল্যাণ দফতরে জানান। তাঁকে বলা হয়, ওই ভ্যাকসিন সেন্টারে গিয়ে এই বিষয়টি জানানোর জন্য। সমাধান না হলে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য বলা হয় অনির্বান বাবুকে ।