নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং মঙ্গলবার বলেছেন, তাইওয়ানের অভ্যন্তরীণ সাবমেরিন প্রোগ্রাম অনেক সমস্যার সম্মুখীন হলেও পরিকল্পনা অনুযায়ী চলছে। তাইওয়ান তার নতুন নৌবহরের জন্য বিদেশী সাবমেরিন প্রযুক্তি বিক্রেতাদের নিযুক্ত করেছে সরকারের অনুমতি নিয়ে। উল্লেখ্য, চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে তার প্রতিরক্ষা জোরদার করতে চায় তাইওয়ান।