New Update
/anm-bengali/media/post_banners/YDZlxNIaGyxnyftF8ekz.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্নয় নিয়ে উত্তরবঙ্গের মোট ৮ জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিদের উপস্থিতিতে র শক্তিগড়ের রবীন্দ্রমঞ্চে কনভেনশন হল। এই সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির পৌরনিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব এবং সদস্য রঞ্জন সরকার সহ রাজ্য তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্য। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গৌতম দেব অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর ২৮ শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। গৌতম দেব বলেন, "২৮ শে আগষ্ট ভার্চুয়াল জনসভা করা হবে। এছাড়াও দলীয় বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে এই সভায়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us