New Update
/anm-bengali/media/post_banners/amgZHT6LptrCsyxgooXe.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার রাত থেকে ভুটান পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে আলিপুরদুয়ারের ফালাকাটার চরতোর্ষা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে । যার জেরে শুক্রবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটার চরতোর্ষা ডাইভারশন প্লাবিত হয়। এই ডাইভারশনের উপর দিয়ে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান ভাবে জল বইছে। ফলে ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকার বহু মানুষ সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে কোনও যানবাহন চলাচল করতে পারছে না। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, আলিপুরদুয়ার-১ ব্লকের তপশিখাতা গ্রাম পঞ্চায়েত এলাকার ১২/৮৩ বুথের দক্ষিণ পাটকাপাড়া গ্রাম জলবন্দি অবস্থায় রয়েছে। গ্রামের পাশেই কালজানি নদী রয়েছে। লাগাতার বৃষ্টিতে নদীর জল বাড়ায় গ্রামেও জল ঢুকে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us