নিজস্ব সংবাদদাতাঃ ব্রেক্সিট পরবর্তী উত্তেজনা নিরসনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে আলোচনার পর অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন একটি চুক্তিতে সম্মত হয়েছে ব্রিটেন ও ফ্রান্স। ব্রিটিশ সরকার এক বিবৃতিতে বলেছে, লন্ডন আগামী তিন বছরে ফ্রান্সকে মোট ৫৪১ মিলিয়ন ইউরো (৫৭৫ মিলিয়ন ডলার) তহবিল দেবে, যার ফলে চ্যানেল উপকূলে শত শত অতিরিক্ত ফরাসি আইন প্রয়োগকারী কর্মকর্তা মোতায়েন করা হবে। ম্যাক্রোঁ বলেন, "ব্রেক্সিট ও অন্যান্য দ্বিপাক্ষিক মাথাব্যথার কারণে সৃষ্ট উত্তেজনার পর সুনাকের সঙ্গে তার আলোচনা প্যারিস ও লন্ডনের মধ্যে নতুন সূচনা করেছে।" সুনাক বলেন, 'আমি বিশ্বাস করি, আজকের বৈঠক একটি নতুন সূচনা।' এই চুক্তির আওতায়, প্রথমবারের মতো যুক্তরাজ্য ফ্রান্সের একটি ডিটেনশন সেন্টারকে অর্থায়ন করবে যাতে চ্যানেল জুড়ে পাচার হওয়া লোকের সংখ্যা মোকাবেলার সক্ষমতা বাড়ানো যায়। সুনাক বলেন, 'আমাদের এই সমস্যা সামলাতে হবে। এবং আজ, আমরা মানব জীবনের এই ঘৃণ্য বাণিজ্যের অবসান ঘটাতে আগের চেয়ে আরও এগিয়ে গেছি।'