পাকিস্তানের অশুভ চেষ্টা ফের ব্যর্থ করল BSF, উদ্ধার ড্রোন সহ বন্দুক, গুলি

author-image
Harmeet
New Update
পাকিস্তানের অশুভ চেষ্টা ফের ব্যর্থ করল BSF, উদ্ধার ড্রোন সহ বন্দুক, গুলি

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা গুরুদাসপুর জেলার মেটলা গ্রামের নিকটবর্তী এলাকায় পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডের দিকে আসা একটি সন্দেহজনক উড়ন্ত বস্তু বা ড্রোনের শন্দ শুনতে পান। 

জওয়ানরা গুলি চালিয়ে ড্রোনটিকে আটকানোর চেষ্টা করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুরো এলাকা ঘিরে রাখা হয়, পুলিশও ছিলেন সক্রিয় ভূমিকায়। লাগাতার তল্লাশির পর বিএসএফ জওয়ানরা গুরুদাসপুর জেলার নবী নগর গ্রামের নিকটবর্তী এলাকা থেকে ১টি ড্রোন (হেক্সাকপ্টার), ১টি একে সিরিজ রাইফেল, ২টি ম্যাগজিন ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করেন। 

বিএসএফ আবারও মাদক চোরাচালানকারীদের পরিকল্পনা ব্যর্থ করতে সফল।