আজ মহরম, জানুন মহরমের ইতিহাস

author-image
Harmeet
New Update
আজ মহরম, জানুন মহরমের ইতিহাস

​নিজস্ব সংবাদদাতাঃ আজ মহরম। রমজানের মতোই মহরমও আকাশে চাঁদ দেখা দেওয়ার উপর নির্ভর করে। ইসলামিক ভাষায় এটিকে 'মহরম-উল-হারাম' বলা হয়। মহরমের প্রথম ১০ দিন অশুরা হিসাবে পালিত হয়। ৬২২ খ্রিষ্টপূর্বে হজরত মহম্মদ ও তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাঁকে মক্কায় ইসলামের বার্তা প্রচার করতে বাধা দেওয়া হয়েছিল। অশুরার দিন হজরত মহম্মদের পৌত্র এবং হজরৎ আলির পুত্র ইমাম হুসেনের মৃত্যু শোক পালন করা হয়। ৩৮০ খ্রিষ্টপূর্বে ইমাম হুসেনের প্রান গিয়েছিল কারবালা যুদ্ধে। 

মহরমের মাসে ইসলামরা কোন উৎসব পালন করেন না। কারণ তারা মনে করেন এটি শোক পালনের মাস। শিয়ারা এই মাসে নিজেদের ক্ষত বিক্ষত করেন। একে ততবীর বা কামা জানি বলা হয়ে থাকে। অন্যদিকে সুন্নিরা এদিন উপবাস পালন করেন।