এবার NRC-র পক্ষে সওয়াল করলেন শুভেন্দু

author-image
Harmeet
New Update
এবার NRC-র পক্ষে সওয়াল করলেন শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বনগাঁয় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘দিদিমনি তো একটাও ভাল কাজ করেননি, করলে নিশ্চয় প্রশংসা করব।’ বৃহস্পতিবার বনগাঁর মতিগঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সংবর্ধনা সভায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, 'রাজ্য বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের উপর যা আক্রমণ হয়েছে তা স্বাধীনতার পরে এই প্রথম। এই পর্যন্ত ৫১ জন শহিদ হয়েছেন। এই দিনটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্মরণীয় দিন।' এছাড়া এনআরসি প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'নরেন্দ্র মোদী অমিত শাহ মতুয়াদের নিয়ে কথা দিয়েছিলেন শান্তনু ঠাকুরকে মন্ত্রী করে তাঁর প্রতিশ্রুতি রেখেছেন।'