নিজস্ব সংবাদদাতাঃ সাবেক সোভিয়েত নেতার বিরুদ্ধে ঐতিহাসিক বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার দায়ে নির্বাসিত বিরোধী দলীয় নেতা স্ভেতলানা তিখানোভস্কায়াকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে বেলারুশ। ২০২০ সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের কারণে সৃষ্ট বিক্ষোভের পর প্রতিবেশী ইইউ সদস্য রাষ্ট্র লিথুয়ানিয়ায় পালিয়ে যেতে বাধ্য হওয়া তিখানোভস্কায়াকে রাষ্ট্রদ্রোহিতা এবং "ক্ষমতা দখলের ষড়যন্ত্রের" অভিযোগে সাজা দেওয়া হয়।