'বীরভূমে কীভাবে ভোট করাতে হয় সেটা অনুব্রত মণ্ডলের থেকে শেখা আছে', হুঁশিয়ারি তৃণমূল নেতার

author-image
Harmeet
New Update
'বীরভূমে কীভাবে ভোট করাতে হয় সেটা অনুব্রত মণ্ডলের থেকে শেখা আছে', হুঁশিয়ারি তৃণমূল নেতার


নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচারকাণ্ডে বর্তমানে জেলবন্দী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় যাকে বলে বীরভূমের 'বীর' অনুব্রত মণ্ডল। এদিকে শিয়রে পঞ্চায়েত ভোট। অনুব্রতহীন হবে কি পঞ্চায়েত ভোট? উঠছে প্রশ্ন। এরই মাঝে কীর্ণাহারের কর্মিসভা থেকে রীতিমতো হুমকি দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। তিনি বলেন, 'বীরভূম জেলায় কীভাবে ভোট করাতে হয় সেটা অনুব্রত মণ্ডলের থেকে শেখা আছে। ইডি, সিবিআই দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে অনুব্রতকে শেষ করা যাবে না। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে কষ্ট দিলে বীরভূমে বিজেপি কর্মীদের কষ্ট পোহাতে হবে।'