বিগ বস ওটিটি তে যেতে চান রাখি

author-image
Harmeet
New Update
বিগ বস ওটিটি তে যেতে চান রাখি

নিজস্ব সংবাদদাতাঃ রাখি সাওয়ান্তের সঙ্গে বিগ বসের সম্পর্ক  শুরুর থেকেই। বিগ বসের প্রথম সিজিনের প্রতিযোগী ছিলেন তিনি। 
Bigg Boss: Did Rakhi Sawant make the DIRTIEST confession in Bigg Boss  history? (Watch video) | India.com

এরপর ফের গত সিজিনে বিগ বসের ঘরে বিনোদনের ধামাকা করেছেন রাখি।  এইবার ফের একবার বিগ বসে ফিরতে চাইছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি শুরু হয়েছে বিগ বসের নয়া অধ্যায় বিগ বস ওটিটি।

Bigg Boss OTT - Wikipedia

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় বিগ বস ওটিটিতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন রাখি। উল্লেখ্য, গত বারই তিনি বিগ বসের কাছে ইচ্ছে প্রকাশ করেছিলেন, বিগ বসের প্রত্যেক সিজিনের অংশ হতে চান তিনি।