গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তর: মোদীকে চিঠি কেজরিওয়ালের

author-image
Harmeet
New Update
গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তর: মোদীকে চিঠি কেজরিওয়ালের


নিজস্ব সংবাদদাতা: মদ আবগারি নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এবার এই গ্রেফতারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ নয় জন বিরোধী নেতা। 

Despite Citing Wife's Ill-health, Sisodia's CBI Custody Extended Till  Monday; Bail Hearing on March 10

তারা চিঠিতে লিখেছেন, "এই পদক্ষেপটি ইঙ্গিত করে যে আমরা গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তর হচ্ছি"। উল্লেখ্য, প্রথম থেকেই আপ সমর্থকরা মণীশ সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে আসছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন।