নিজস্ব সংবাদদাতাঃ গ্রিসের তরফে জানানো হয়েছে, শনিবার শেষ হতে চলেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার উদ্ধারকার্য। মঙ্গলবারের এই দুর্ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। মধ্য গ্রীসের এই দুর্যোগ দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় তুলেছে, পাশাপাশি রেলওয়ে ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন।