/anm-bengali/media/post_banners/Q9DViYDfbmkw3kEugkU9.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল:রাজ্য সরকারের পক্ষ থেকে ওভারলোডিং যানবাহন চলাচল বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছিল। বলা হয়েছিল, কোনো যানবাহন যেন ওভার লোডিং না হয়। কিন্তু এক শ্রেণির পরিবহন ব্যবসায়ী সরকারের এই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওভার লোডিং পরিবহন চালিয়ে যাচ্ছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ওভার লোডিং ডাম্পার রাস্তা থেকে আটক করা হয় এবং ওই সব ওভার লোডিং ডাম্পারগুলি রামপুর এম۔ভি۔আই দপ্তেরর হাতে তুলে দেন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক। ওই সব ওভার লোডিং ডাম্পারগুলোর উপর জরিমানা ধার্য করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তবে স্থানীয় পরিবহন ব্যবসায়ী অমর ব্যানার্জী বলেন, “রাজ্য সরকারের নির্দেশিকা মতো ওভারলোডিং বন্ধ হোক এইটা আমরা চাই, কিন্তু যে ভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু ভাড়া বাড়েনি, তাই ভাড়া বেড়ে গেলে আমাদের সুবিধা হবে আন্ডার লোডিং পরিবহন করতে, তাতে গাড়িও ভালো থাকবে আমাদেরও অসুবিধা হবে না।“
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us