New Update
/anm-bengali/media/post_banners/Zvk6oYDx4VP0nUJUYaLO.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ করোনা আবহে প্রশাসনিক নির্দেশ মেনে বহু প্রাচীন মহরমের মেলা অনুষ্ঠিত হল কোচবিহারের হড়িন চওড়ায়। তবে প্রত্যেক বছর মেলা জাঁকজমক হলেও এ বছর করোনা আবহের জন্য নিষেধাজ্ঞা রয়েছে মেলাতে। ধাম এর সেবায়ী জানান, করোনা আবহ থাকার জন্য মেলা হচ্ছে না এবার। বাইরে থেকে তাজিয়া আসবে না এই মেলা প্রাঙ্গনে। তবে শুধু নিশান,খই, বাতাসা দোকান রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us