/anm-bengali/media/post_banners/WbyfoU8bpXAJ4toVb6iZ.jpg)
নিউজ ডেস্ক, দীঘাঃ
কোভিড গাইডলাইন মেনে থেকে খুলে গেল দীঘা বিজ্ঞান কেন্দ্র । দীর্ঘ লকডাউন চলায় বন্ধ হয়ে যায় বিজ্ঞান কেন্দ্র অবশেষে চালু হয়ে গেলএই বিজ্ঞান কেন্দ্র । এখানে বিজ্ঞানের বিভিন্ন রকম কাজ, আলোর বিভিন্ন রকম প্রতিফলন এবং বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে সেমিনার করা হতো। সেই সঙ্গে পর্যটকরা দীঘা বেড়াতে এলে এই বিজ্ঞান কেন্দ্র ঘুরে দেখতেন এবং অনেক কিছু শিক্ষনীয় বিষয় শিখতে পারতেন ও জানতে পারতেন। লকডাউন থাকার কারণে পর্যটকদের ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছিল ।কিন্তু সেই নিষেধাজ্ঞা আজ থেকে উঠে গেল এবং কোভিড বিধি মেনে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো দীঘা বিজ্ঞান কেন্দ্র। এখানে বিড়লা তারামণ্ডলের মতো ভুলভুলাইয়া আলোর বিভিন্ন রকম প্রতিফলন প্রভৃতি নানান ধরনের বিজ্ঞানের কারুকার্য দেখানো হতো। সেইসঙ্গে দীঘা আগত পর্যটকরা জানালেন অনেক সময় এখানে ঘুরতে এসে তারা বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করতো, এবং ছোটদের জন্য যেমন রয়েছে ফুলের বাগান, বিভিন্ন ধরনের খেলার সামগ্রী ও বিজ্ঞানের বিভিন্ন রকম জ্ঞানের বিষয় এখানে জানানো হতো এই বিজ্ঞান কেন্দ্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us