New Update
/anm-bengali/media/post_banners/3Puu0xSUx950flwJsqiB.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ মাত্র ঘণ্টা দুয়েকের বৃষ্টিতেই জল থৈ থৈ কোচবিহার। কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, হাসপাতাল এলাকা, ভবানীগঞ্জ বাজার চত্ত্বর সহ কোচবিহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছারি মোড় এবং ল্যাবরেটরি এলাকায় জল থইথই করছে। কোচবিহারের জল নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন থেকেই অভিযোগ সাধারণ মানুষের। কোচবিহার পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক রকিবুর রহমান একাধিকবার চেষ্টা করেও বিশেষ কোনো লাভ করে উঠতে পারিনি। বৃষ্টি থামার পরেও ঘন্টার পর ঘন্টা জল দাঁড়িয়ে থাকছে রাস্তায়। এতে যাতায়াতের সমস্যা এবং যানজটের সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের কথায়, দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে কেন হিমশিম খাচ্ছে কোচবিহার পৌরসভা?? কোচবিহার নবনিযুক্ত প্রশাসক এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us