জয়ী মানিক সাহা

author-image
Harmeet
New Update
জয়ী মানিক সাহা

নিজস্ব সংবাদদাতা: বরদোয়ালি টাউন বিধানসভা কেন্দ্র থেকে জিতে গেলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই আসনে দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেস প্রার্থী আশিসকুমার সাহা। একসময় মানিক সাহাকে পিছনে ফেলে দিয়েছিলেন আশিস। তবে শেষ পর্যন্ত কোনওক্রমে জেতেন মানিক।