New Update
/anm-bengali/media/post_banners/Y1zaTDgqtkDPFlz4Ldog.jpg)
নিজস্ব সংবাদদাতা: গ্রীসের এথেন্স ও থেসালোনিকি শহরের মধ্যে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। যার ফলে ৩৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে।
এবার জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে পদত্যাগ করেছেন গ্রীসের পরিবহন মন্ত্রী কোস্টাস কারামানলিস। তিনি দুর্ঘটনার জন্য রেল ব্যবস্থার ওপর দায় চাপিয়েছেন। তিনি বলেছেন, "গ্রীসের রেল ব্যবস্থা একুশ শতকের মান অনুযায়ী নয়"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us