New Update
/anm-bengali/media/post_banners/wMd3JbdpLK4V7aHxRjjJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত রাজ ও ডিকের এই ওয়েব সিরিজ়ের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয় শাহিদ কপুরের। প্রথম সিরিজ়ে অভাবনীয় সাড়া পেয়েছেন অভিনেতা। পরের সিজ়নে তার বুনোট আরও জমাট হবে বলেই আশা করছেন অনুরাগীরা। তাঁদের সব জল্পনার উত্তর দিলেন অভিনেতা নিজে।
এক সাক্ষাৎকারে শাহিদ জানান, ‘‘অবশ্যই ‘ফরজ়ি ২’ তৈরি হবে। তবে সিরিজ়ের দ্বিতীয় সিজ়নের জন্য একটু অপেক্ষা করতে হবে। একটা সিরিজ় তৈরি করতে অন্তত দু’বছর সময় লাগে। শুধু শুটিং করলেই তো সব শেষ নয়, তার পর ডাবিং, পোস্ট-প্রোডাকশনের কাজে বেশ অনেকটা সময় লেগে যায়।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us