নিজস্ব সংবাদদাতা: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ কথোপকথন হয়। জানা গেছে, এই কথোপকথনে বেলারুশের পাশে থাকার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। উল্লেখ্য, লুকাশেঙ্কো সম্প্রতি দাবি করেছিলেন যে ইউক্রেন আক্রমণ না করা পর্যন্ত তার দেশ ইউক্রেনে সৈন্য প্রেরণের কোন দরকার নেই।