New Update
/anm-bengali/media/post_banners/JYHPzvjDwbxjvTioqghE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অমৃতসরের আজনালায় 'ওয়ারিস পাঞ্জাব দে'-র সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ হট্টগোল শুরু করেন। খালিস্তানি সমর্থকরা থানায়ও হামলা চালায়। এই লোকদের হাতে বন্দুক এবং তলোয়ার ছিল বলে অভিযোগ। এমনকি তাঁরা থানার ভেতরে গুরু গ্রন্থ সাহিবও নিয়ে গিয়েছিল বলে খবর। এবার এই ঘটনায় সরব হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি টুইট করেছেন, "যারা গুরু গ্রন্থ সাহিবকে ঢাল হিসাবে ব্যবহার করে এবং সেটিকে থানায় নিয়ে যায়, তাদের পাঞ্জাবের ওয়ারিস বা পাঞ্জাবিয়ত বলা যায় না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us