New Update
/anm-bengali/media/post_banners/pzsludmDi8fvcI9wpCdb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ খালিস্তানি নেতা ও ওয়ারিস পাঞ্জাবের প্রধান অমৃতপাল সিংয়ের সহযোগী লাভপ্রীত সিং 'তুফান' শুক্রবার জেল থেকে মুক্তি পেয়েছেন। দুদিন আগেই খালিস্তানি নেতা ও ওয়ারিস পাঞ্জাব দে'র প্রধান অমৃতপাল সিং ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে আজনালা থানায় হামলা চালান। আর এই ঘটনার একদিন পরেই অর্থাৎ শুক্রবার জেল থেকে বেরিয়ে আসেন 'তুফান'। অমৃতপাল সিংয়ের নেতৃত্বে যানবাহনের একটি দীর্ঘ কনভলাভপ্রীত সিংকে স্বাগত জানাতে আজনালায় পৌঁছেছিল। এরপরেই তাঁরা অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে হাজির হন। শুধু তাই নয়, ধারালো অস্ত্র নিয়ে তাঁরা স্বর্ণ মন্দিরে প্রবেশ করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us