শিলিগুড়ির খরিবাড়ি বিন্নাবাড়ি অঞ্চলে বিজেপির ধস

author-image
Harmeet
New Update
শিলিগুড়ির খরিবাড়ি বিন্নাবাড়ি অঞ্চলে বিজেপির ধস

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:  শিলিগুড়ির খরিবাড়ি বিন্নাবাড়ি অঞ্চলে বিজেপির ধস।২১৭টি বিজেপির পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সমস্ত বিজেপি কর্মীরাই শিলিগুড়ি পৌরনিগম প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেবের হাত ধরে যোগদান করেন।প্রচুর মন্ডল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গৌতম দেব বলেন " এই যোগদানের ফলে দল আরো বেশি শক্তিশালী হবে।আমার সকলে এক ছাতার নিচেই থাকতে চাই। "